Page

Monday 9 May 2016

এন্ডয়েড ফোনে একটা এপ দুইবার ইনিস্টল দিবেন কিভাবে [ Messenger or facebook ] সকল app

আমরা অনেকেই আমাদের ফোনে একই অ্যাপ দুইটা করে ইউজ করতে চাই কিন্তু পারি না।কারন অ্যাপ ক্লোন করতে চাইলে আপনাকে ফোন রুট করতে হবে।আবার ক্লোন করতে গেলে সব অ্যাপ ক্লোন হয়না।ফেসবুক অ্যাপ ,ম্যসেঞ্জার সহ কিছু অ্যাপ আপনি জীবনেও ক্লোন করতে পারবেন না।তবে আজ আমি তার সমাধান নিয়ে আসলাম।মাত্র ২ মেগাবাইটের এই অ্যাপ দিয়ে আপনি মাত্র এক ক্লিকেই ঝামেলা ছাড়ায় অ্যাপ গুলো ক্লোন করতে পারবেন আর তার জন্য আপনাকে রুট ইউজার হতে হবে না।

চলুন দেখে নেয়া যাক কি কি অ্যাপ ক্লোন করা যাবে।

  • ফেসবুক অফিসিয়াল অ্যাপ।
  • ফেসবুক ম্যাসেঞ্জার।
  • টুইটার অ্যাপ।
  • ক্লাস অফ ক্লান।
  • ফেসবুক লাইট।
  • ইন্সটাগ্রাম।
  • Whatsapp.

সহ নিজের ইচ্ছামতো যেকোন অ্যাপ।আমি নিজে ইউজ করি এই  অ্যাপ
কিভাবে কাজটি করবেন তা ভিডিও আকারে দেখানো হলো



তাহলে  ইউসি বা ফোনের ডিফল্ট ব্রাউজার ব্যাবহার করুন তারপর Create Download link এর নিচে একটি টিক চিহ্ন দেখতে পাবেন।টিক চিহ্ন তুলে দিয়ে Create Download link ক্লিক করুন।পরের পেজে Click here to download লেখায় ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।অন্য কোন পেজে গেলে ফোনের ব্যাক বাটন চেপে আগের পেজে আসুন।

No comments :

Post a Comment