Page

Saturday 19 November 2016

আপনার Compter এর যে কোন ব্রাউজার কে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখুন।

আসসালামু-আলাইকুম আশা করি সবাই ভালো আছেন,
সেই সাথে ধন্যবাদ জানাই প্রিয় OijeBD কে। কেননা এক্সপার্ট ভাইদের কথা বাদ দিলে-আমরা যারা আধুনিক এই ডিজিটাল জগতের নতুন সদস্য তাদের জ্ঞানের বিস্তারের  জন্য সবচাইতে বড় ভুমিকা পালন করে OijeBD তাই সবার কাছে আমি একটা মেসেজ দিতে চাই এই বলে যে প্রতিদিন অন্তত ১বার OijeBDভিজিট করুন আর নিজেই হয়ে যান এই ডিজিটাল যুগের মাস্টার।  :-)  :-)  :-)
প্রতিবারের মত আজকেও আমি হাজির হয়েছি একটি টিওটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কিভাবে উইন্ডোজ পিসিতে ইনস্টল থাকা সমস্ত ব্রাউজার লক করে রাখা যায়।
এ কাজটি করতে আপনাদের সবার পিসিতে একটি সফটওয়্যার ইন্সটল করা লাগবে। সেই সফটওয়্যারটির নাম ইন্টারনেট লক। সফটওয়্যারটির ডাউনলোড লিংক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা সেখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে পিসিতে ইনস্টল করে নিবেন।
উইন্ডোজ পিসিতে ইনস্টল থাকা ব্রাউজার লক করার টিউটোরিয়াল দেখুন এখানে 

No comments :

Post a Comment